ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৩৩ লাখ বিনিয়োগকারীর ক্ষতিপূরণ না দিলে জন আদালতে বিচার: আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
৩৩ লাখ বিনিয়োগকারীর ক্ষতিপূরণ না দিলে জন আদালতে বিচার: আনোয়ার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার সরকারের উদ্দেশে বলেছেন, ‘পুঁজিবাজারে ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ দিন। পুঁজিবাজার থেকে লুট করা ৮৫ হাজার কোটি টাকার হিসাব না দিলে জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।



সোমবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলে স্বেচ্ছাসেবকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারকে পুঁজিবাজার ধংসের আত্মস্বীকৃত অপরাধী হিসাবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন। ’  

স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েল (জাবি) সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোস্তাহিদুর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।

এমকে আনোয়ার বলেন, ‘পরস্পর বিরোধী আইনের মাধ্যমে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। আবারো জনগণ তা ফিরিয়ে আনবে। ’

তিনি বলেন, ‘এ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ফেলানীর মত প্রতিদিন অসংখ্য মানুষকে বিএসএফ হত্যা করলেও সরকার তার কোনো প্রতিবাদ করতে পারছে না। ’

বিশেষ অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকার সমর্থিত কিছু লোক শেয়ারবাজারের ঘটনায় জড়িত। এ জন্য সরকার এ বিষয়ে নীরব রয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারীকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে এই সরকার। ’

সরকারকে উদ্দেশ্য করে তিনি  বলেন, ‘পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন। দেখবেন আপনাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।