ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুদকের মামলায় চার মাসের আগাম জামিন দেলোয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
দুদকের মামলায় চার মাসের আগাম জামিন দেলোয়ারের

ঢাকা: ক্ষমতায় থাকাকালে সরকারি গাড়ির অতিরিক্ত ব্যবহার ও জ্বালানি অপচয় সংক্রান্ত মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে চার মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খোন্দকার দেলোয়ার সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাছানের বেঞ্চ তাকে চার মাসের আগাম জামিন দেন।



এর আগে বুধবার একই মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে চার মাসের আগাম জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আখতার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ক্ষমতায় থাকাকালে সরকারি গাড়ির অতিরিক্ত ব্যবহার এবং জ্বালানি অপচয় করেছেন উল্লেখ করে গত ১৬ জানুয়ারি শেরেবাংলা নগর থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।