ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুফতি ইজহারুলের মুক্তি দাবি ওলামা-মাশায়েখদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

ঢাকা: দেশের অর্ধশতাধিক ওলামা ও পীর-মাশায়েখ রোববার এক বিবৃতিতে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে তারা বলেছেন, ‘একটি মহল তাকে ও তার মাদ্রাসাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে অনেক তদন্ত-তল্লাশীও চালানো হয়েছে। কিন্তু এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা যায়নি। তারপরও তাকে হয়রানি করা বন্ধ হয়নি। উপরন্তু তার মত একজন বয়োবৃদ্ধ আলেমকে আট বছর আগের একটি অপহরণ মামলায় অন্যায় ও অযৌক্তিকভাবে জড়িয়ে দেওয়া হয়েছে- যা একেবারে হাস্যকর। আমরা জানতে পেরেছি যে, তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে- যা বর্বরতার শামিল ও মানবাধিকারের চরম লংঘণ। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ’

বিবৃতি দাতারা হলেন- বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জামেয়া আহলীয়া হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, জামেয়া ইসলামীয়া পটিয়ার সদরে মুহতামিম আল্লামা শাহ নূরুল ইসলাম ক্বদীম, মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান, আল্লামা শাহ জমিরুদ্দীন, আল্লামা শাহ মোবারক করীম, মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, আল্লামা খাজা সাঈদ শাহ, মাওলানা মুহাম্মদ ইসহাক, আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক, আল্লামা শাহ এহসানুল হক, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান
প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।