ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলীয় চিফ হুইপকে ফোন: সংসদে ফেরার আমন্ত্রণ সরকার দলীয় চিফ হুইপের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
বিরোধী দলীয় চিফ হুইপকে ফোন: সংসদে ফেরার আমন্ত্রণ সরকার দলীয় চিফ হুইপের

ঢাকা: বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। রোববার ফোনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে ফোনে তিনি এ আমন্ত্রণ জানান।



খবর সংসদ সূত্রের।

তবে বিরোধী দলীয় চিফ হুইপ বাংলানিউজকে বলেন, ‘সরকার দলীয় চিফ হুইপ আমাকে ফোন করেছিলেন। তবে সংসদে যাওয়া নিয়ে কোনো কথা বলেননি। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

প্রসঙ্গত, চলতি সংসদের গত দু’বছরে সংসদের মোট ১৭৪ কার্য দিবসের মধ্যে বিএনপি সাংসদরা উপস্থিত ছিলেন মাত্র ৪৬ কার্যদিবসে। আর বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন মাত্র পাঁচ দিন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।