ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সোমবার জামিন নিতে কোর্টে যাবেন দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জামিন নিতে সোমবার সকাল ১১টায় উচ্চ আদালতে যাবেন বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন।
 
ক্ষমতায় থাকার সময় সরকারি গাড়ির অতিরিক্ত ব্যবহার ও জ্বালানি অপচয় সংক্রান্ত অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়।



গত ১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন- দুদক রাজধানীর শেরে বাংলানগর থানায় এ মামলা করে। এই মামলায় আদালতে হাজির হয়ে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ১৯ জানুয়ারি বুধবার ৪ মাসের আগাম জামিন নেন। ওই সময় বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

একই দিন সকাল সাড়ে ৯টায় সিএমএম কোর্টে হাজিরা দিতে যাবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাগল বলার অভিযোগ এনে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গত বছর  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির এই মামলা করেন।

বাংলাদেশ সময় : ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।