ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেবল এক কেন্দ্র নিরাপদ মাদারীপুর পৌরসভায়, সেনা মোতায়েনের সিদ্ধান্ত

এমআর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
কেবল এক কেন্দ্র নিরাপদ মাদারীপুর পৌরসভায়, সেনা মোতায়েনের সিদ্ধান্ত

মাদারীপুর: মাদারীপুর পৌরসভায় নিরাপদ কেবল পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বাকি ১৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

তাই মাদারীপুর পৌরসভার নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, মাদারীপুর পৌরসভার পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাদে বাকি ১৬টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তাই এখানে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন থেকে ফ্যাক্সযোগে জানানো হয়েছে।

তিনি আরো জানান, সেনা মোতায়েন ছাড়াও মাদারীপুর পৌরসভা নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটি ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বিচারকার্য পরিচালনা করবেন। আর নির্বাচনের দিন সকাল থেকে রাত ৮ পর্যন্ত টহল দেবে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও জেলা ডিবি পুলিশের দুটি করে দল।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।