ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, ‘যে মামলায় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলার তদন্ত কর্মকর্তা চাইলে পর্যায়ক্রমে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা যেতে পারে। ’

আজ বুধবার সরকারি পরিবহন পুলের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।



তিনি আরও বলেন, ‘জামায়াত নেতাদের গ্রেপ্তারের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। এজন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও কোনো ঘোষণা নেই। ’

সরকারি যানবাহন অধিদপ্তর ও ডিএমপি’র যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল এগারোটায় সরকারি যানবাহন পুল অফিসে ‘যানবাহন অধিদপ্তরের গাড়িচালকদের সচেতনামূলক আলোচনা অনুষ্ঠানে’ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক।

ডিএমপি কমিশনার এসময় বলেন, ‘পুলিশ এবং সরকারি গাড়িচালকদের মধ্যেই ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা বেশি দেখা যায়। ’

দেশের শতকরা ৮০ থেকে ৮৫ শতাংশ সড়ক দুর্ঘটনা চালকদের অসাবধানতার কারণেই হয় উল্লেখ করে তিনি বলেন, ‘চালকদের সচেতনতা বাড়িয়ে তুলতে পারলেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। ’

পুলিশের গাড়িচালক ট্রাফিক আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে সার্জেন্ট তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে পারবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ডিবি-ডিএমপি) অমূল্যভূষণ বড়ুয়া, যুগ্ম কমিশনার (ট্রাফিক-ডিএমপি) সফিকুর রহমান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ-ডিএমপি) আকরাম হোসেন।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ইবাদত আলী এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৩০০ঘণ্টা, জুলাই ১৪, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।