ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৭, জুলাই ১৪, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার মধ্যরাতে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জামায়াত নেতা মাওলানা এন্তাজুল হক সদর উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য।

তার বাড়ি কৃষ্ণ গোবিন্দপুর গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, ‘বাড়ির পাশে কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে দলের স্থানীয় কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় মাওলানা এন্তাজুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ’

তাকে বুধবার সকালে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।