ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কাদের মোল্লাকে গ্রেপ্তার আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
কাদের মোল্লাকে গ্রেপ্তার আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে: মওদুদ

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেছেন, ‘সরকার হাইকোর্টের আদেশ অমান্য করে কাদের মোল্লাকে গ্রেপ্তার করেছে।

আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে আটক করা হয়েছে। আদালত তাকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিলেও তা অমান্য করে গ্রেপ্তার করায় আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। ’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসকাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুশীল ফোরাম আয়োজিত ‘রিমান্ড, গ্রেপ্তার, নির্যাতন, গণতন্ত্র ও মানবাধিকার প্রসঙ্গে দেশবাসীর করণীয়’ শীর্ষক গোলটেবিলে মওদুদ যখন বক্তৃতা করছিলেন তখন কেবল কাদের মোল্লা গ্রেপ্তার হওয়ার খবর জানা গিয়েছিল। এর কিছু পরে অপর সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকেও আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার আগেই শেষ হয়ে যায় মওদুদের বক্তৃতা।

পিলখানা হত্যাকাণ্ডে সরকারের কিছু মন্ত্রী জড়িত থাকায় প্রকৃত ঘটনা আড়ালর করা হচ্ছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে কি আছে কেউ জানে না। সরকার তা ধামাচাপা দিয়ে রেখেছে। ’

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসায় নাসির উদ্দিন পিন্টুকে জড়িয়ে অভিযোগপত্র দিয়েছে। এটা খুবই দু:খজনক। ’

মওদুদ বলেন, ‘বিরোধী দলের কর্মসূচিতে সমর্থন দিয়ে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। কিন্তু তা বোঝার অনুভূতি এ সরকারের নেই। তাদের এজেন্ডা হলো- গ্রেপ্তার, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন। এ প্রসঙ্গে আওয়ামী সুশীল সমাজের লোকেরাও চুপ। ’

সরকার বিচার ব্যবস্থা ও প্রশাসনকে ইচ্ছেমতো ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাদের (সরকার) বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে পদত্যাগে বাধ্য করতে হবে। ’

সুশীল ফোরাম সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জাতীয় নির্বাহী কমিটি সদস্য শামা ওবায়েদ, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দল নেত্রী শাম্মী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।