ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

জি এম শাহীন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

চাঁদপুর: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আনম এহছানুল হক মিলনকে হুকুমের আসামী করে বিএনপির ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে কচুয়া থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে।

কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরপুর গ্রামের অধিবাসী আওলাদ সরকার বাদী হয়ে রোববার বিকেলে এ মামলা দায়ের করেন।



মামলার অভিযোগ বলা হয়, ২০০৮ সালের ৪ জানুয়ারি বিকেলে মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় সাবেক প্রতিমন্ত্রী মিলনের নির্দেশে অপর আসামিরা আওলাদ সরকারকে অবৈধভাবে আটক করে মারধর করে হত্যার চেষ্টা করে। এছাড়াও দলীয় নির্বাচনী অফিসে ব্যাপক ভাংচুর করা হয়।

সাবেক প্রতিমন্ত্রী মিলনের সহধর্মীনি নাজমুন নাহার বেবী জানান, এ নিয়ে মিলনের বিরুদ্ধে বিভিন্নি অভিযোগে ২২টি মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি ১৯টি মামলায় জামিনে রয়েছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।