ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শ্যামনগরে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের সম্মেলন পণ্ড

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে রোববার ছাত্রলীগের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে।

এ হামলায় ছাত্রদলের ৩ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিকে আনে। এ ঘটনায় দুইপরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন চলাকালে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুল আলম দোহা-র সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠান শেষে অতিথিরা মধ্যাহ্ন ভোজে গেলে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে ১৫/২০ জনের ছাত্রলীগের একদল কর্মী গরানকাঠ, লাঠিসোটা নিয়ে সম্মেলন স্থলে হামলা চালায়।

এ হামলায় ছাত্রদল কর্মী রহমত (২৮), সান্টু (২৬) ও সিদ্দিক (২৫) আহত হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা শতাধিক চেয়ার, মাইক, টেবিল ভাঙচুর করে। প্রকাশ্যে তারা মঞ্চ দখল করে নিলে সম্মেলন পণ্ড হয়ে যায়।

এবিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল অভিযোগ করেন, প্রকাশ্যে ছাত্রলীগ হামলা চালিয়ে ছাত্রদলের সম্মেলন পণ্ড করে দিলেও উপস্থিত থাকা পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক।

এ প্রসঙ্গে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সম্মেলনের কথা স্বীকার করেন। তবে সেখানে হামলার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘কেউ কোনো অভিযোগ দেয়নি। ’

পুলিশ উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিকে এনেছে এমন কথার জবাবে তিনি বলেন, ‘টহলরত পুলিশ কোথায় গিয়েছিল, তা আমার জানা নেই। ’

দ্বি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল কবীর (সুমন), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম খান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।