ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ক্ষমতা কুক্ষিগত করতেই কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

ঢাকা: ক্ষমতা কুক্ষিগত করতেই জিয়া কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া।

রাজধানীর মুক্তাঙ্গনে রোববার তাহের হত্যার বিচারের দাবিতে জাসদ’র মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।



তিনি বলেন, শুধু ক্ষমতা কুক্ষিগত ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতেই প্রহসনমূলক বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে হত্যা করা হয়।

শরিফ নূরুল আম্বিয়া বলেন, ওই মামলায় আত্নপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিলো না।

সরকার ও প্রশাসনের কাছে মামলার নথিপত্র চেয়ে তিনি বলেন, এদেশে বঙ্গবন্ধু হত্যা মামলাসহ সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারেও আপিলের সুযোগ রয়েছে। অথচ বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বীর উত্তমকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলেও রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হয়নি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, নুরুল আখতার, শওকত রায়হান ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফেরোজা হক রিনা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।