ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচন:

কিশোরগঞ্জে নির্বাচনের একদিন আগে কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
কিশোরগঞ্জে নির্বাচনের একদিন আগে কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর নির্বাচনের আগের দিন ফজলুল হক বাদল নামে এক কাউন্সিলর প্রার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও তিনি অচেতন রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শনিবার গভীর রাতে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ফজলুল হক বাদল (৩৫) নির্বাচনী প্রচারাভিযান শেষে ঢেকিয়া গ্রামে নিজের বাড়ি যান। এর কিছুক্ষণ পর অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

রোববার সকালে স্থানীয়রা একই গ্রামের খেলার মাঠের পাশের জমিতে ফজলুল হক বাদলকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে অচেতন অবস্থায় তাকে প্রথমে হোসেনপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্বাচনী বিরোধের জের ধরে এ হামলা ঘটতে পারে বলে তার আত্মীয়-স্বজনরা আশঙ্কা করছেন।

এবিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ‘পুলিশ দুর্বৃত্তদের চিহ্ণিত করার চেষ্টা চালাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।