ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

৩ বিভাগের পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
৩ বিভাগের পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

ঢাকা: ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পৌরসভা নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান।



তিনটি বিভাগে পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, মামলা, ভাংচুরের বিষয়টি গণমাধ্যমে জানানোর জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।  

নজরুল ইসলাম খান বলেন, ‘বিভাগ তিনটিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর ও আবুল মাল আবদুল মুহিতসহ আওয়ামী লীগের অনেক ভিআইপি নেতার বাড়ি। তারা নির্বাচনে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করতে পারেন। তাই ওই সব নেতার এলাকার স্থানীয় প্রশাসন ভীত-সন্ত্রস্ত রয়েছে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা, ভাংচুর চালিয়ে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা বিবেচনা করে সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। ’

বিএনপির এই নেতা বলেন, ‘সেনা মোতায়ের দাবি জানানোয় ইসি খুবই বিরক্তি প্রকাশ করেছেন। আমরা ঠিক ঠিক বুঝতে পারছি না এই বিরক্তির কারণ কী। ’

তিনি আরো বলেন, ‘কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের সংসদরা বিএনপি প্রার্থীদের ফলকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিয়েছেন। আমরা ওই সব এলাকার ভোট পুনরায় গণনার দাবি জানাচ্ছি। ’

পুনরায় ভোট গণনা করলে বিএনপির প্রার্থীরাই বিজয়ী হবে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অর্থনীতি বিষয়ক সম্পদাক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।