ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

মহিউদ্দিনকে ভুল স্বীকারের আহ্বান বিএসসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
মহিউদ্দিনকে ভুল স্বীকারের আহ্বান বিএসসির

চট্টগ্রাম : ঐক্যের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ‘ভুল’ স্বীকারের আহ্বান জানিয়েছেন একই কমিটির সহ-সভাপতি ও সাংসদ নূরুল ইসলাম বিএসসি।

শনিবার দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে ‘মহাজোট সরকারের দু’বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএসসি মহিউদ্দিনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ভুল আঁকড়ে থাকলে হবে না। আমি সব ঠিক করছি এমন মানসিকতাও ঠিক নয়। যিনি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছেন তাকেই সবার আগে ঐক্যের উদ্যোগ নিতে হবে। ’

তিনি বলেন, ‘ঐক্য করতে হলে আগে বলতে হবে, জিন্দেগিতে কোনো দিন নৌকার বিরুদ্ধাচরণ করবেন না। আমার ভুল থাকলে আমিও স্বীকার করতে রাজি আছি। ’

এছাড়া ‘ইগো (অহংবোধ) সমস্যা’ নগর আওয়ামী লীগের ঐক্যের পথে প্রধান বাধা বলে তিনি মন্তব্য করেন।

বিএসসি বলেন, ‘নির্বাচনের আগে আমি ১৩ বার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, ১০১ বার এলেও দেখা হবে না। সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক দানু সাহেব আমাদের অভিভাবক। কিন্তু তারা সংসদ নির্বাচনে আমাকে ভোট না দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করেছেন। নৌকা প্রতীক ছিঁড়ে ফেলেছেন। বাইরে থেকে শিল্পপতি শামসুল আলমকে এনে মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ’

তিনি বলেন, ‘মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা নিয়ে আমি মহিউদ্দিন চৌধুরীর কাছ থেকে ভাগ হয়েছি। কিন্তু তার অনেকদিনের সাঙ্গীরা কেন তাকে একে একে ছেড়ে যাচ্ছেন বিষয়টি তাকে ভেবে দেখার অনুরোধ জানাই। ’

তবে বিভক্তি থাকলে সাংগঠনিক কর্মকাণ্ড জমজমাট থাকে এমন মন্তব্য করে বিএসসি বলেন, ‘বিভক্তি থাকলে লোকসমাগমের প্রতিযোগিতা সৃষ্টি হয়। এতে শোডাউন ভালো হয়। ’

উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি মহিউদ্দিন-বিএসসি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বিএসসির এক সময়ের অনুসারী নেতা আজম নাছিরউদ্দিন সম্প্রতি মহিউদ্দিন গ্রুপে যোগ দিলে বিরোধ আরও চাঙ্গা হয়।

আজম নাছিরকে পক্ষভূক্ত করায় ক্ষুব্দ হয়ে বিএসসির গ্রুপের সঙ্গে একাত্ম হন নগর আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন ও ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল এবং অর্থ সম্পাদক আবদুচ ছালাম।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহাজোট সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে গত ৯ ও ১০ জানুয়ারি উভয় গ্রুপ নগরীর লালদিঘী ময়দানে পাল্টপাল্টি শোডাউন করে।

বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad