ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নৌ-পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে পৌর নির্বাচনের আচরণ বিধি লংঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

মাদারীপুর: মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মোল্লা মাদারীপুর প্রেসক্লাবে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি’র বিরুদ্ধে পৌর নির্বাচনের আচরণ বিধি লংঘনের অভিযোগ করেছেন।

শাহাবুদ্দিন আহমেদ মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নির্বাচনী আচরণ বিধি লংঘন করে পুলিশ প্রটোকলসহ মাদারীপুরে অবস্থান করেন।

১৪ জানুয়ারি সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় বিশাল গাড়ি বহর নিয়ে তার নিজস্ব মনোনীত প্রার্থী খলিলুর রহমান খানের পক্ষে ভোট প্রদানের আহবান জানান। ’

এছাড়া দলীয় শৃংখলা ভঙ্গ করে দলের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় যাওয়ায় সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিকসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের ১০ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন পাভেলুর রহমান খান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সামসুল আলম নান্নু, পৌর স্বেচ্চাসেবকলীগের সভাপতি আকায়েদ মুরাদ স্বপন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আবুল বাশার, সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, খন্দকার খায়রুল হাসান নিটুল, সাহাবুদ্দিন হাওলাদার, বজলুর রহমান খান রুমি, যুবলীগের যুগ্ম-সম্পাদক মোস্তাফা কামালী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ রিমন।

বাংলাাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।