ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খাম্বার ব্যবসা করার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসেননি: নৌ-পরিবহন মন্ত্রী

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
খাম্বার ব্যবসা করার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসেননি: নৌ-পরিবহন মন্ত্রী

বেনাপোল (যশোর): নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিদ্যুৎ না দিয়ে বিদ্যুতের খাম্বার ব্যবসা করার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসেননি। ’

তিনি বলেন, ‘বিদ্যুতের জন্য প্রতিটি অঞ্চলে বিদ্যুৎপ্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।

২০১২ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। ’

শনিবার সকালে বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক বাস টার্মিনাল, রপ্তানি টার্মিনাল এবং বন্দর বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বিরোধী দল বিচার প্রতিহত করতে এখন নানা ষড়যন্ত্র করছে। ’

মন্ত্রী বলেন, ‘যারা পাকিস্তান রক্ষার জন্য চেষ্টা করেছিল সেই রাজাকার আলবদরদের আজ বিচারের মুখোমুখি করেছে শেখ হাসিনার সরকার। ’

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের লক্ষে পাসপোর্টযাত্রীদের আরো সেবা নিশ্চিত করতে ও আমদানি-রপ্তানি গতিশীল করতে বেনাপোলে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ’

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, নৌ-পরিবহন সচিব মো. আব্দুল আব্দুল মান্নান হাওলাদার, বেনাপোল কাস্টম কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার, বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম মোস্তফা, জেলা প্রশাসক নূরুল আমিন, পুলিশ সুপার কামরুল হাসান, নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বন্দর অফিসার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের মো. কেরামত আলী ও জামালউদ্দিন জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।