ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পিলখানা মামলায় ষড়যন্ত্র করে পিন্টুকে জড়ানো হয়েছে: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
পিলখানা মামলায় ষড়যন্ত্র করে পিন্টুকে জড়ানো হয়েছে: দেলোয়ার

ঢাকা: বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যামামলার অভিযোগপত্র ( চার্জশিট) থেকে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নাম প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

সোমবার দাখিল করা অভিযোগপত্রে পিন্টুর নাম থাকার প্রতিবাদে আজ মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



অভিযোগপত্রকে ‘আষাঢ়ে গল্পে’র সঙ্গে তুলনা করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘প্রকৃত অপরাধীদের আড়াল করতেই ষড়যন্ত্র করে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এ মামলায় জড়ানো হয়েছে। ’

তিনি বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটা ছিল আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত। দেশ ও জনগণের স্বার্থে আমরা অনেক কথা বলেছি। কিন্তু এ সরকার সেগুলো শুনতে চায়নি। তারা তাদের মতো করেই চলছে। তারা আসলে কারো না কারো দ্বারা প্রভাবিত হয়ে দেশ চালাচ্ছে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী-এমপির সম্পৃক্ততার কথা আমরা শুনেছি। এ অভিযোগপত্রে তাদের নাম নেই। ফারুক খান বলেছিলেন জঙ্গি সংশ্লিষ্টতার কথা। অথচ চার্জশিটে তা নেই। ’

তিনি আরও বলেন, ‘পিলখানা ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হলেও কোনোটির প্রতিবেদনই জনসম্মুখে উপস্থাপন করেনি তারা। সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অবস্থানকারীদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এখানেও তা-ই করা হয়েছে। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।