ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৬ দিনের রিমান্ডে ৩ হিযবুত কর্মী

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে আটক আলী আহসান, ফরহাদ হোসেন ও ফজলে হাবিবকে পৃথক দু’টি মামলায় জিজ্ঞাসাবাদে তিন দিন করে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।



মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে পাঠিয়ে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড চেয়েছিলেন।

শনিবার হাইকোর্ট এলাকায় এক ঝটিকা মিছিল করে হিযবুত তাহরীরের সদস্যরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।