ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফখরুদ্দীন-মঈন-মাসুদের বিচার করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
ফখরুদ্দীন-মঈন-মাসুদের বিচার করবে বিএনপি

ঢাকা: ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যারা দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র ধ্বংস করার জন্য ওয়ান-ইলেভেন করেছে, তাদের বিচার একদিন এদেশের মানুষ করবে। আর ফখরুদ্দীন, মঈন উদ্দিন ও মাসুদ উদ্দিনের বিচার করবে বিএনপি।

’  

মঙ্গলবার মুক্তাঙ্গনে ওয়ান-ইলেভেন গণতন্ত্র হত্যা দিবস এবং ভয়ভীতি মুক্ত পরিবেশে পৌর নিবার্চন আয়োজন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি একথা বলেন।

ওয়ান-ইলেভেনকে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এখন জিয়া ও খালেদার নাম মুছে ফেলার চেষ্টা করছে। তারা বিএনপি কে ধ্বংস করার চেষ্টা করছে। ’

তিনি বলেন, ‘বিএসএফ মানুষ হত্যা করছে। দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারের পতন ঘটাতে হবে। ’  

স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সঙ্গে বর্তমান সরকার জড়িত বলেই তারা এর বিচার করছে না। ’

তিনি বলেন, ‘সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ’

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।