ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে চারদলীয় জোট নেতারা হুমকি দিচ্ছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে চারদলীয় জোট নেতারা হুমকি দিচ্ছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট  শামসুল হক টুকু বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার পক্রিয়ায় বাধা সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোনসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়ার কাজে চারদলীয় জোট নেতারা জড়িত রয়েছেন। ’

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেলের সভা শেষে তিনি একথা বলেন।



বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে মোবাইল টেলিফোনসহ বিভিন্নভাবে হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। এ কাজে যারাই জড়িত থাক না কেন তাদের খুঁজে বের করা হবে। ’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধীরা বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের চিহ্নিত করতে সরকারও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। ’

তিনি বলেন, ‘টেলিফোনে  হুমকি, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধী খুঁজতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হয়েছে। সরকারও যথাযথ প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করবে। ’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পরিদর্শন করে দেখেছি-ঢাকেশ্বরী মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো। ’

তিনি বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরে চুরির সঙ্গে জড়িতদের খুব দ্রুতই খুঁজে বের করা হবে। ’

এ সময় মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার সুপারিশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন,  ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জনগণই মনে করছে। ঈদ, পুজা, থার্টি ফাস্ট নাইট সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।