ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নাটোরে ৫ হাজার ভুয়া ব্যালট পেপার জব্দ, আটক ৩

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

নাটোর: নাটোরে একটি প্রিন্টিং প্রেসে পৌর কাউন্সিলর প্রার্থীদের কাছে বিক্রির জন্য অবৈধভাবে নমুনা ব্যালট পেপার ছাপানোর সময় অভিযান চালিয়ে ৫ হাজার ভুয়া ব্যালট পেপার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় প্রেসের মালিক ও তার দুই সহোদরকে আটক এবং প্রেসটি সিলগালা করে দিয়েছে ।



আটককৃতরা হলো ইসমাইল হোসেন রাজু, বিপ্লব ও মামুন।

নাটোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আপেল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ৯টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত আহমেদ প্রিন্টিং প্রেসে এ অভিযান চালায়।

অভিযান কালে প্রায় ৫ হাজার নমুনা ব্যালট পেপার এবং সরঞ্জাম জব্দ করা হয়।

প্রেস মালিক ইসমাইল হোসেন রাজু বাংলানিউজের কাছে স্বীকার করেন, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের কাছে বিক্রির জন্য তারা এই ব্যালট পেপার ছেপেছেন।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।