ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ডা. আজাহার উদ্দিন ও খাতুন নেসার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদের বাবা সাবেক পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, রাজনীতিবিদ ডা. আজাহার উদ্দিন সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।



এক শোকবার্তায় ডা. আজাহার উদ্দিনের মৃত্যুতে বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ডা. আজাহার উদ্দিন আহম্মেদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অন্য এক বিবৃতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (উত্তর) এর যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মো. আইউব আলী এবং ঢাকা মহানগর বিএনপির ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার মা খাতুন নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খাতুন নেসা সোমবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।