ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শিল্প-শিক্ষা-সংস্কৃতি-সহিত্য ধ্বংসের জন্য জিয়া দায়ী: টুকু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: দেশের শিল্প, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ধ্বংস করার জন্য জিয়াউর রহমানকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ‘মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।



স্বদেশী সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী এ আলোচনা সভা আয়োজন করে।

জিয়াউর রহমানকে ইঙ্গিত করে টুকু বলেন, ‘গণতন্ত্রের নামে সেনা ছাউনি থেকে এসে একজন সামরিক শাসক রাষ্ট্র ক্ষমতা দখল করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি সংস্কৃতি চালুর চেষ্টা করেছিলেন। তিনি একাজে কিছুটা সফলও হয়েছিলেন। ’

তিনি আরও বলেন, ‘শিক্ষা সফরের নামে ছ্ত্রাছাত্রীদের নিয়ে প্রমোদ বিহারের যাওয়া হয়েছিল। এই সময় তাদের হাতে অর্থ, অস্ত্র, মাদক তুলে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় শিক্ষার পরিবেশও নষ্ট করা হয়। ভাড়াটে বুদ্ধিজীবীদের দিয়ে বিকৃত ইতিহাস লিখে তাই শিক্ষার্থীদের সামনে তুলে দেওয়া হয়েছিল। ’

তিনি আরও বলেন, ‘বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করতে এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে কুচক্রিরা জাতির জনককে সপরিবারে হত্যা করে। ’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে তখনই তাদের আহাজারি শুরু হয়েছে। এদের চিহ্নিত করতে হবে। চিরতরে ধ্বংস করতে হবে। ’

সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বার্তা সংস্থা আইএনবি’র প্রধান সম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক জাকির হোসেন, অ্যাডভোকেট তোরাব আলী খান, অ্যাডভোকেট এসকে গোলাম হাফিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।