ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুবদলের ওয়ার্ড সভাপতি হত্যার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি শহীদ মোল্লাকে সোমবার সকালে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

সোমবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের পোষ্য যুবলীগ- ছাত্রলীগের সন্ত্রাসীরা মতার দাপটে ‘ধরাকে সরা জ্ঞান’ করে খুন, চাঁদাবাজী, দখলবাজী, নারী-শিশু ধর্ষণ ও টেন্ডারবাজী করছে। আর এসব তারা করছে চিরস্থায়ীভাবে মতায় টিকে থাকতে। ’

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার ও তাদের পাণ্ডাদের হাতে সাধারণ নিরীহ মানুষ ও তাদের জানমাল নিরাপদ নয়। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘যুবদল নেতা শহীদ মোল্লাকে গুলি করে হত্যা প্রমাণ করে যে আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রের আলখেল্লা পরে সর্বগ্রাসী বাকশালী দানবে পরিণত হয়েছে। আর এই দানব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে অবলীলায়। ’
 
বিএনপি মহাসচিব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সংযত হোন। হত্যা, হামলা, মিথ্যা মামলা, খুন, গুম, সন্ত্রাস ছেড়ে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক বিকাশে মনোনিবেশ করুন। নইলে জনগণ অচিরেই আপনাদের আস্তাকুঁড়ে নিপ্তি করবে। কারণ, জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ’
 
শহীদ মোল্লার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব মরহুম শহীদ মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।