ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেয়ার বাজারের ধস পরিকল্পিত, সরকার দায় এড়াতে পারবে না: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
শেয়ার বাজারের ধস পরিকল্পিত, সরকার দায় এড়াতে পারবে না: বিএনপি

ঢাকা: শেয়ারবাজারে ব্যাপক ধস পরিকল্পিত। এর সঙ্গে কারা জড়িত তাদের মুখোশ সরকারকে উন্মোচন করতে হবে।

এটা সরকারের দায়িত্ব। যদি না পারে তাহলে ব্যর্থতার দায় শিকার করে পদত্যাগ করতে হবে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
 
তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশ এভাবে চলতে পারে না। শেয়ারবাজারের লুট করা অর্থ দেশে আছে নাকি লন্ডন, আমেরিকা ও ভারতে চলে গেছে তাও সরকারকে বের করতে হবে। ’
 
মির্জা ফখরুল বলেন, ‘এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও একটি গোষ্ঠী শেয়ারবাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিলো। এবার তারা ক্ষমতায় আসার পরে আমরা আবারও আশঙ্কা করেছিলাম অতীতের ঘটনা ঘটতে পারে। আজ সেই ঘটনাই ঘটানো হলো। দেশের ইতিহাসে শেয়ার বাজারে এ ধরনের ঘটনা আর ঘটেনি। ’

তিনি বলেন, ‘গত দু’দিন দেশে যে ঘটনা ঘটছে তা খুবই গুরুত্বপূর্ণ। আজ (সোমবার) সকালে মতিঝিলে যুবদলের একজন ওয়ার্ড সভাপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল (রোববার) ঢাকেশ্বরী মন্দির থেকে ২শ’ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট হয়েছে। সরকারি দলের এমপির বাসায় ডাকাতি হয়েছে। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মা ও ছেলেকে হত্যা করা হয়েছে। শুভ নামের একটি বাচ্চাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। ইমাম, অন্ধ কেউ নিরাপদ নয়। তারপরও তারা বলছে- দেশের আইনশৃঙ্খলা ভালো। ’
 
ফখরুল বলেন, ‘সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। সভ্য প্রথিবীতে একমাত্র ইসরাইল-ফিলিস্তিন ছাড়া এমন ঘটনা আর কোথাও ঘটে না। সরকার কখনো এর প্রতিবাদ করেছে বলে আমার জানা নেই। তারা বিরোধী দলকে দমন করতে ব্যস্ত। ’

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য টিভিতে সরাসরি প্রচার করতে দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার তাদের অতীত ঐতিহ্য অনুযায়ী বাক স্বাধীনতা হরণ করছে। আমাদের কথা জনগণ শুনলে সরকার ভয় পায়। কারণ, তারা সত্যকে ধামা চাপা দিতে চায়। ’

তিনি বলেন, ‘আগামীকাল ১/১১। বিগত দিনে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিলো। আমাদের আশঙ্কা হয় আবারও দেশে নৈরাজ্য করে দেশকে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে। ’

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘সরকার শেয়ার বাজার বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। এটা সরকারের ব্যর্থতা। ’

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ৩৩ লাখ বিনিয়োগকারী সহায়-সম্বল হারিয়ে পথে বসেছে। এ জন্য সরকারই দায়ী। ’

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি করলেও সেই কমিটিতে তিনি নিজে নেই। ’

এসময় প্রজেক্টরের মাধ্যমে ইউনিপেটুইউ নামে একটি এমএলএম কোম্পানির প্রতারণামূলক কার্যক্রম প্রদর্শন করেন তারা।

একটি বেসরকারি টিভি চ্যানেলের ওই সংবাদটিতে দেখানো হয়-ওই কোম্পানি দেশের সাধারণ মানুষকে লাখ লাখ টাকার লোভ দেখিয়ে ৪শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এই কোম্পানি যখন কাজ শুরু করে তখন ব্যবস্থা না নিয়ে সরকার এখন বলছে তারা ব্যবস্থা নেবে। এই কোম্পানির কয়েকজন পরিচালকের সঙ্গে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বৈঠক করেছেন। এ চিত্রটিই প্রমাণ করে ওই কোম্পানির সঙ্গে কারা জড়িত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad