ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্নীতি রোধে সরকার ব্যর্থ: অলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

চট্টগ্রাম: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্নীতি রোধে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। ’

সোমবার দুপুরে নগরীর এক রেস্টুরেন্টে মহাজোট সরকারের দু’বছরের মুল্যায়ন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



এ সময় যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রশংসাও করেন তিনি।

তবে অলি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার অন্ধ ও বধিরের ভূমিকা পালন করছে। আর বর্তমানে দুর্নীতি গত ৩৫ বছরের ইতিহাস ছাড়িয়ে গেছে। ’

তিনি অভিযোগ করেন, ‘দেশে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ইভটিজিং, নারী নির্যাতন আশংকাজনক হারে বেড়েছে। সরকারি দলের ক্যাডাররা ফুটপাত থেকে নাপিতের দোকান পর্যন্ত চাঁদাবাজি চালাচ্ছে। ’

এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকার এখনি নজর না দিলে গণবিদ্রোহ দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

২০১১ সালকে টার্নিং পয়েন্ট উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জের বছর। সফলভাবে মোকাবেলা করতে না পারলে করুণ পরিণতি হবে। ’

যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তিনি বলেন, ‘যারা একাত্তরে ইতিহাসের জঘণ্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসি দেওয়া উচিৎ। আর তাদের বাঁচাতে যারা মিছিল সমাবেশ করছে তাদের ‘যুদ্ধাপরাধীদের মদদদাতা’ হিসেবে গ্রেপ্তার করা উচিৎ। ’

চট্টগ্রাম এখনো অবহেলিত অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী উন্নয়নের দায়িত্ব নিলেও মন্ত্রিসভায় চট্টগ্রামের ভাগ্যে জুটেছে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।