ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চার মামলায় মাহমুদুর রহমানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
চার মামলায় মাহমুদুর রহমানের জামিন

ঢাকা: দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চারটি মামলায় জামিন দিয়েছে আদলত।

সেইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানাতে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।



সোমবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

মামলা চারটি হল,  কোতোয়ালি ও তেজগাঁও থানায় দায়ের করা পুলিশি কাজে বাধা দেওয়া, বিমান  বন্দর থানায় দায়ের করা উত্তরা ষড়যন্ত্র এবং হিযবুত তাহরির’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের উত্তরা থানায় দায়ের করা মামলা।

মাহমুদুর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ তার আইনজীবীরা।

সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সেলিম।
 
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সেলিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুলিশি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২ জুন কোতোয়ালি ও তেজগাঁও থানায় ২টি, ৭ জুন বিমানবন্দর থানায় উত্তরা ষড়যন্ত্র এবং ১৯ এপ্রিল উত্তরা থানায় হিযবুত তাহরির’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।