bangla news

শিবালয়ে স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০১-০৮ ১০:০৩:০৯ এএম

মানিকগঞ্জের শিবালয়ে স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে সংগঠনের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি মহাসচিব গ্রুপের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে সংগঠনের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি মহাসচিব গ্রুপের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গ্রুপের নুরুল ইসলাম তুষারকে আহ্বায়ক করে ৫৬ সদস্যের শিবালয় উপজেলা কমিটি গঠন করা হয়। এর প্রতিবাদে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা গঠিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করে কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করেন।

এদিকে, বিকেল ৫টায় মহাসচিব গ্রুপের নেতা স্থানীয় যুবদল সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে প্রতিপ গ্রুপ মিছিলে ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মহাসচিব গ্রুপের নবগঠিত স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল ইসলাম তুষারসহ প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-01-08 10:03:09