ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মতিয়া চৌধুরীর এলাকায় আ.লীগের সাত বিদ্রোহী প্রার্থী

আব্দুর রফিক মজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

শেরপুর: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নকলা পৌরসভায় আওয়ামী লীগের সাত জন বিদ্রোহী প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসন্ন নির্বাচনে এ পৌরসভায় মোট মেয়র প্রার্থী ১১।

এদের মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন। এছাড়া আছেন একজন স্বতন্ত্র প্রার্থীও।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ছানোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, মাসুমুুুল আলম ও  একেএম মাহবুবুল আলম।

এ পৌরসভায় একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. আব্দুল মোতালেব।

অপরদিকে নকলা শহর বিএনপি সভাপতি মো. মোখলেছুর রহমান তারাকে দলীয় মনোনয়ন  দেওয়া হলেও দলের অপর নেতা সামছুল হক ডিলার বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে সাবেক এমপি মিজানুর রহমান ও একেএম মাহবুবুল আলম সম্পর্কে চাচা ভাতিজা। এছাড়া আওয়ামী লীগের আরো দুই প্রার্থী শফিকুল ইসলাম জিন্না ও ছানোয়ার হোসেন সম্পর্কে হন মামা-ভাগিনা।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি মারা যাওয়া বিএনপি’র সাবেক এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাড়িও নকলায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।