bangla news

এই মুহূর্তে নির্বাচন দিলে ৩০-এর বেশি আসন পাবে না আওয়ামী লীগ : মওদুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০১-০৭ ৭:০৩:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের জনপ্রিয়তায় যে ধ্বস নেমেছে তাতে এই মুহূর্তে নির্বাচন দিলে ৩০/৩৫টির বেশি আসন পাবে না আওয়ামী লীগ।’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের জনপ্রিয়তায় যে ধ্বস নেমেছে তাতে এই মুহূর্তে নির্বাচন দিলে ৩০/৩৫টির বেশি আসন পাবে না আওয়ামী লীগ।’

শুক্রবার বিকেলে রাজধানীর মাওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাকির হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

 কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সোনালী ব্যাংক শাখা এ স্মরণসভা আয়োজন করে।

ব্যারিস্টার মওদুদ আহমদ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সরকারের জনপ্রিয়তা দশ ভাগ কমে গেছে। আমি মনে করি, দশ ভাগ নয়, যদি ৫ ভাগও কমে থাকে, তাহলে গত নির্বাচনে আমরা যেমন ৩০/৩৫ আসন পেয়েছিলাম। এই মুহূর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগের অবস্থাও তেমনি হবে। তারা ৩০/৩৫টির বেশি আসন পাবে না।’

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে তাদের সম্পর্কে অনেক দূরত্ব তৈরি হয়েছে।’

সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য অন্তঃসারশূন্য ও গতানুগতিক। আমার কাছে মনে হয়েছে, তিনি জাতির উদ্দেশে ভাষণ দেননি, একটি বাজেট বক্তৃতা দিয়েছেন মাত্র।’

সংসদের সার্বভৌম প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রায় ৭০ জন বিচারক বলেছেন, ‘সংসদ সার্বভৌম নয়, অন্যদিকে সুরঞ্জিত সেন বলেছেন, সার্বভৌম। আমি তাকে প্রমাণ করার জন্য অনুরোধ করেছি, সংসদ কীভাবে সার্বভৌম। দেখা যাক তিনি কীভাবে প্রমাণ করেন।’

মওদুদ বলেন, বর্তমান সংসদে ১৩০টি আইন ও দুইটি বাজেট একদলীয়ভাবে পাস হয়েছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোনো একটি বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়নি। এরপরও কি আমরা বিশ্বাস করব, সংসদ সার্বভৌম?’

তিনি আরও বলেন, ‘এ সরকারের সব চেয়ে বড় ব্যর্থতা হলো যে সংসদ হওয়ার কথা ছিল রাজনীতির কেন্দ্র-বিন্দু, সেই সংসদকে তারা কুরুচিপূর্ণ বক্তব্য ও গালিগালাজের স্থানে পরিণত করেছেন।’

সোনালী ব্যাংক সিবিএর সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সারোয়ার, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১
এজেড/এজে/জেএম/জেএম


        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-01-07 07:03:00