ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতিশ্রুতি পূরণ না করে ভোট চাইবে না আ.লীগ: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
প্রতিশ্রুতি পূরণ না করে ভোট চাইবে না আ.লীগ: নাসিম

ঢাকা: নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোট চাইবে না। এ মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।



শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের দু’বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এর আগে আর কোনো সরকারপ্রধান তার ভাষণে সীমাবদ্ধতার কথা জাতির কাছে তুলে ধরেননি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তার ভাষণে কোথাও বলেননি তিনি শতভাগ সফল। ’

জিয়া যুদ্ধাপরাধীদের দেশের পতাকা উপহার দিয়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তার (জিয়া) স্ত্রী খালেদা জিয়াও তাই করেছেন। ’

নাসিমের দাবি, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে এ পর্যন্ত কোথাও আপিলের সুযোগ না রাখা হলেও বর্তমান সরকার তা রেখেছে। এটা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। ’

ব্যর্থ বিএনপি সরকারের প্রতিনিধিরাই সরকারের দু’বছরকে ব্যর্থ বলছে অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, ‘কৃষককে কম দামে সার ও তেল দেওয়া হচ্ছে, ধান-পাটের দাম দেওয়া হচ্ছে, বন্ধ মিল-কারখানা চালু করা হচ্ছে, আইন করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে, শিক্ষার্থীদের বিনামূল্যে বছরের প্রথম দিনে বই দেওয়া হয়েছে-এর সবই কি সরকারের ব্যর্থতা?’

তিনি আরো বলেন, ‘বেগম জিয়া, আপনি ফাইওভারের কাজ করেননি। বন্ধ মিল-কারখানার শ্রমিক ও তাদের পরিবারের কান্না আপনার চোখে পানি আনেনি। সার চাওয়ার অপরাধে খুন হওয়া কৃষকের জন্য আপনি কাঁদেননি। কেঁদেছেন কেবল একটি অবৈধ বাড়ির জন্য। ’

মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান সরকারের ব্যর্থতাও আছে। কিন্তু তা কতটুকু? সরকার তো বিশৃঙ্খলার জন্য অনেক নেতাকর্মীকে বহিষ্কারও করেছে। ’

সরকারের কাজে ও কথায় মিল নেই বলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে নাসিম বলেন, ‘এ লোকটি শেষ সময় পর্যন্ত স্বৈরাচার এরশাদের সঙ্গে ছিলেন। এখন তিনি গণতন্ত্রের জন্য মায়াকান্না করছেন। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে নাসিম বলেন, ‘তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকাতে ক্ষমতায় থাকাকালে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেননি। অথচ এখন আইনের শাসন নেই বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। ’

সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ‘এতদিন বাঙালিদের অবজ্ঞা করেছেন। এবার বাঙালি আপনার পরিণতি দেখবে। ‘

বিরোধী দলের উদ্দেশে নাসিম বলেন, ‘সংসদে এসে শক্তিক্ষয় করুন, কাজে লাগবে। রাজপথে শক্তিক্ষয় করে লাভ নেই। ’

তিনি বলেন, ‘সংসদ ও বিচার বিভাগের মধ্যে বির্তক তৈরির চেষ্টা করছে বিরোধীদল। কিন্তু এতে লাভ হবে না। বিচারবিভাগ থাকবে তার জায়গায়, সংসদ থাকবে সংসদের জায়গায়। ’

সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংস্কৃতি ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কৃষকলীগ নেতা এমএ করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল নুরজাহান মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad