bangla news

প্রধানমন্ত্রীর ভাষণের বিএনপির প্রতিক্রিয়া রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০১-০৭ ১:১২:৪৫ এএম

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতে মহাজোট সরকারের দুই বছরের ব্যর্থতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

ঢাকা: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতে মহাজোট সরকারের দুই বছরের ব্যর্থতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

আগামী রোববার সংবাদ সম্মেলন করে দলটি প্রতিক্রিয়া জানাবে। বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতা এই প্রতিক্রিয়া জানাতে পারেন।

চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ভাষণের পরিপ্রেক্ষিতে রোববার বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কে বক্তব্য রাখবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অংশ নেবেন না বলে জানান তিনি।

মারুফ কামাল খান সোহেল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণে নতুন কিছু না থাকায় চেয়ারপারসন প্রতিক্রিয়া জানাবেন না।’

গ্যাস-পানি-বিদ্যুৎ সঙ্কট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুদ্ধাপরাধীদের বিচার, সংসদকে অকার্যকর করাসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে দোষারোপ করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পাল্টা জবাব দেবে বিএনপি।

মহাজোট সরকারের দুই বছরের দেশ পরিচালনার সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-01-07 01:12:45