ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চৌধুরী আলমের সন্ধানে মেয়র খোকার প্রতীকী অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
চৌধুরী আলমের সন্ধানে মেয়র খোকার প্রতীকী অনশন

ঢাকা: ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান দাবিতে জাতীয় প্রেসকাব মিলনায়তনের প্রতীকী অনশন শুরু করেছেন বিভিন্ন ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের বিএনপি সমর্থিত কাউন্সিলররা।

সকাল ১১টায় শুরু হওয়া অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মেয়র সাদেক হোসেন খোকা।

বিএনপি সমর্থিত ঢাকার প্রায় ৭০ কাউন্সিলর ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের কাউন্সিলররা অংশ নিয়েছেন।

চৌধুরী আলমের স্ত্রী মায়া বেগম এ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।

এছাড়া জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরওয়ার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যোগ দিয়েছেন।

মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, এ কর্মসূচির মাধ্যমে চৌধুরী আলমকে খুঁজে বের করার জন্য সরকারের কছে দাবি জানাচ্ছি আমরা।

অনশন বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।