ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাগেরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইনজামামুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
বাগেরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট: রামপাল থেকে বাগেরহাট সদরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বাগেরহাট জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।

সেখান থেকে তিনি বাগেরহাট সার্কিট হাউজে গিয়ে নামাজ, দুপুরের খাবর ও বিশ্রাম শেষে বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন।

এর আগে সকালে বাগেরহাটের মংলায় জয়মনিরঘোল এলাকায় নির্মাণাধীন ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো (খাদ্য গুদাম) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যান রামপাল। সেখানে শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা আ’লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

বিকেলে খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলে এসে সাতটি প্রকল্প উদ্বোধন ও ১১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি জনসভায় বক্তব্য রাখবেন।

জনসভা শেষে বাগেরহাট জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলতি মেয়াদে এর আগে ২০১১ সালের মার্চে বাগেরহাট এসেছিলেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এসআই/এমজেডআর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।