ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

মো. জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাপাসহ বিভিন্ন দলের পাঁচ প্রার্থী রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দুপুর সোয়া একটায় উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের উপ-নির্বাচন কমিশনার মো. এমরান মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী।



এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়া দুপুর ২টায় নবীগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার নাজমুল হোসাইন এর হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এরপর দুপুর আড়াইটায় মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও কেন্দ্র্র্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু।

এছাড়াও এদিন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম জাকি এবং কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ নিজ নিজ মনোনয়নপ্রার্থী জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসনটি শুন্য হয়।

আগামী ২৭ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ১০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।