ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২৪৪ পৌরসভায় বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণা

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
২৪৪ পৌরসভায় বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণা

ঢাকা: পৌরসভা নির্বাচনে ২৪৪ জনের প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিএনপি। এই তালিকা  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার চুড়ান্ত করেছেন বলে জানা গেছে।

শনিবার এই তালিকা অনুযায়ী প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে দলীয় সুত্র জানায়।

তবে দলটি বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে জোর চেষ্টা চালালেও অধিকাংশ জেলায় এখনও বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে এমনটাই বলছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিদ্রোহী প্রার্থীদের তোয়াক্কা না করে বিএনপি এই তালিকা চুড়ান্ত করে প্রার্থীদের জানিয়ে দিয়েছে বলেও অভিযোগ তাদের।

সারাদেশে এবছর ২৫৯টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। বাকী ১৫টি পৌরসভার ১১টি শরিক দলগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে দলটির দায়িত্বশীল সুত্র জানায়।   আর ৪টি পৌরসভার প্রাথী দু এক দিনের মধ্যেই চুড়ান্ত করবে দলটি।

ঢাকা বিভাগ
চূড়ান্ত করা হয়েছে এমন প্রার্থীরা হচ্ছেন: ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর জাফর আহমেদ, কালিহাতি আলী আকবার, মির্জাপুর এমডি শাহিদুর রহমান, সখীপুর খলিলুর রহমান, মধুপুর সরকার শহিদ, ধনবাড়ি এস এম সোবাহান, গোপালপুর জাহাঙ্গির আলম, ভূয়াপুর জাহাঙ্গির হোসাইন, ঘাটাইল মনজুরুল হক।

ময়মনসিংহ সদর প্রফেসর শফিকুল ইসলাম, ফুলপুর আমিনুল হক, মুক্তাগাছা মনসুরুর রহমান খান, ত্রিশাল আমিনুল ইসলাম, গৌরীপুর সুজিত কুমার দাস, ইশ্বরগঞ্জ ফিরোজ আহমেদ বুলু, গফরগাঁও এমডি ফজলুল হক, নান্দাইল আজিজুল ইসলাম পিপুল।   ভালুকা মফিজউদ্দিন সরকার।

রাজবাড়ি সদর তোফ্ফাজ্জল হোসেন মিয়া,পাংশা হাবিবুর রহমান রাজা, গোয়ালন্দ রেজাউল হাসান ইদ্রিস, ঢাকার সাভারে রেফাতুল্লাহ, শ্রীবরদী আব্দুল হাকিম, নখলা মখলেছুর রহমান তারা, নালিতাবাড়ি এমডি আনোয়ার হোসাইন।

নরসিংদী সদর হারুন অর রশিদ, মাধবদী হাজী এমডি ইলিয়াস, মনোহোরদী ড. আব্দুল খালেক, রূপগঞ্জের তারাবো শফিকুল ইসলাম চৌধুরী।

গাজিপুরের কালিয়াকৈর মজিবুর রহমান। জামালপুর সদর ওয়ারেস আলী মামুন, সরিষাবাড়ি আকম ফয়জুল কবির তালুকদার, মাদারগঞ্জ মোশারফ তালুকদার লিমন, মেলেন্দাহ আব্দুল রহিম, ইসলামপুর জয়নাল আবদিন, দেওয়ানগঞ্জ খোকা।

শরিয়তপুর নরিয়া এমডি আলী ব্যাপারী, ভেদরগঞ্জ আব্দুল জব্বার রাঢ়ী, ডামুড্ডা আলমগীর মাতববর। নেত্রকোনার মহনগঞ্জ মাহবুবুন নবী শেখ, দুর্গাপুর শুভেন্দু সরকার, কেন্দুয়া মজনু খোন্দকার, মদন দেওয়ান মোদ্দাচ্ছের ও শফিকুল ইসলাম লিটন। মুন্সিগঞ্জ ইরাদাত মানু, মিরকাদিম মিজানুর রহমান।

মাদারীপুর সদর এমডি জাহানদার আলী, শিবচর কবির হোসাইন গোমেস্তা, কালকিনি মাহবুব মুনন্সি। ফরিদপুরের নগরকান্দা খোকন চেয়ারম্যান অথবা টুলু মোল্লা, বোয়ালমারি আব্দুর শুকুর শেখ। কিশোরগঞ্জ সদর মাজাহারুল ইসলাম, কটিয়াদী তোফাজ্জল হোসেন খান,কলিয়ারচর নুরুল মিল্লাত, বাজিতপুর এহসান কুফিয়া, হোসাইনপুর মাহবুবুর রহমান, ভৈরব রফিকুল ইসলাম,সিংগাইর খোরশেদ আলম মোল্লা।

সিলেট বিভাগ
সুনামগঞ্জের দিরাই এমডি মোহসিন চৌধুরী, জগন্নাতপুর আ্ক্তার হোসাইন। মৌলভীবাজার সদর ফয়জুল কবির মইন, বড়লেখা ফখরুল ইসলাম, কুলাউরা জুনায়েদ আহমেদ, শ্রীমঙ্গল মহসিন মিয়া মধু, কমলগঞ্জ আবু ইব্রাহীম জামসেদ, হবিগঞ্জ সদর জি কে গাউস, শায়েস্থাগঞ্জ এফ এম আলী, নবীগঞ্জ আব্দুস গোলাপ, মধুপুর মানিক সরকার, চুনারুঘাট মোহাম্মদ আলী, কানাইঘাট হাজী আব্দুল মালিক, জকিগঞ্জ প্রফেসর বদরুল হক বাদল।

খুলনা বিভাগ
মেহেরপুর সদর জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী রবিউল ইসলাম, আলমডাঙ্গা মিয়া আমিনুল ইসলাম, জীবন নগর শাজাহান কবির, দর্শনা মাইদুল ইসলাম, কুষ্টিয়া সদর কুতুব উদ্দিন আহম্মেদ, কুমারখালী ইকবাল কবির দিলু, ভেড়ামারা তহিদুল ইসলাম আলম, মিরপুর, সাইফুল হক খান, কুষ্টিয়া আলাউদ্দিন খান।

যশোর সদর মারুফুল ইসলাম, বাঘর পাড়া আব্দুল হাই মোনা, নোয়াপাড়া আবু নাইম, শার্সা নাজিমউদ্দিন,চৌগাছা সেলিম রেজা অলিয়ার, মনিরামপুর অ্যাডভোকেট শহিদ ইকবাল, কেশবপুর এ শামসাদ বিশ্বাস, ঝিনাইদাহ আখতারুজ্জামান, শৈলকুপা খলিলুর রহমান, হরিণাকুন্ড জিনাতুল হক খান, কোর্টচাদপুর সালাউদ্দিন বাবুল, কালিগঞ্জ আশ্রাফুজ্জামান লাল, মহেশপুর হাজি আজিজুল হক খান।

সাতক্ষীরা সদর এম এ জলিল,পাইকগাছা অ্যাডভোকেট মফতুন আহম্মেদ, দাকোপ আবুল খায়ের খান। বাগের হাট সদর আতাহার এইস আবু বড় মিয়া, মংলা এ জলিল/ জুলফিকার হোসেন, মোড়েলগঞ্জ এ মাজেদ জাব্বার। মাগুরার নরাইল জুলফিকার আলী , কালিয়া গোলাম কিবরিয়া।

চট্টগ্রাম বিভাগ:
নোয়াখালী সদর পৌরসভায় হারুনুর রশিদ আজাদ, সেনবাগ ফারুক বাবুল, চাটখিল গোলাম মোস্তফা কামাল, কবিরহাট ফখরুল ইসলাম দুলাল, কোম্পানিগঞ্জ (বসুরহাট) কামালউদ্দিন চৌধুরী, হাতিয়া অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। কুমিল্লার বরুরা জসিমউদ্দীন পাটোয়ারি, চান্দিনা আলমগীর হোসেন, দাউদকান্দি নাসিরউদ্দিন আহমেদ সরকার, হোমনা সাইফুল ইসলাম রাজা, লাকসামে সুভাস বণিক, নাঙ্গলকোটে নুরুল্লাহ মজুমদার, চৌদ্দগ্রামে রাব্বানি নয়ন বাঙালি।

চাঁদপুর সদরে শফিকুর রহমান ভুইয়া/ আখতার মাহি, শাহরাস্তিতে আবুল খায়ের, মতলব উত্তরে আমেনা বেগম, মতলব দক্ষিণে এনামুল হক বাদল, হাজীগঞ্জে আব্দুল মান্নান খান বাচ্চু, কচুয়ায় বিল্লাল হোসেন মজুমদার/ হুমায়ুন কবির প্রধান, ফরিদগঞ্জে শফিকুল ইসলাম পাটোয়ারি। ব্রাক্ষণবাড়িয়ায় সদর হাফিজুর রহমান মোল্লা কচি, আখাউড়ায় হাসান খান।

লক্ষীপুর সদরে হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, রায়পুরে জিলানি, রামগঞ্জে রোমান পাটোয়ারি, রামগতিতে শাহেদ আলী পটু। ফেনী সদরে আফসার ফারুক খান, ছাগলনাইয়ায় আলমগীর, দাগনভূইয়ায় আকবর হোসেন, সোনাগাজীতে জামালুদ্দিন সেন্টু/ সৈয়দ আলিম মোশাররফ, পরশুরামে আবু তালেব।

চট্টগ্রামের মীরসরাইয়ে ফকির আহমেদ, বারিয়ারহাটে জালালউদ্দিন, রাউজানে মহিউদ্দিন আহমেদ, রাঙ্গুনিয়ায় এমদাদুল ইসলাম, সন্দীপে ফকরুল ইসলাম, পটিয়ায় নুরুল ইসলাম চৌধুরী, চান্দনাইশে নুরুল আনোয়ার চৌধুরী, সাতকানিয়ায় হাজী মাহমুদুর রহমান, বাঁশখালীতে কামরুল ইসলাম হোসাইনী।

কক্সবাজারের চকরিয়ায় নুরুল ইসলাম হায়দার। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবু ইউসুফ চৌধুরী, রামগড়ে শহীদুল ইসলাম চৌধুরী। বান্দরবান সদরে জাভেদ রেজা, লামায় আমির হোসেন আমু। রাঙ্গামাটি সদরে সাইফুল ইসলাম ভুট্টো।    

রাজশাহী বিভাগ:
পঞ্চগড় সদর তাওহিদুল ইসলাম, লালমনিরহাট সদর হাফিজুর রহমান বাবলা, পাটগ্রাম সালামুজ্জামান অপেল। ঠাকুরগাও সদর চৌধুরী গোলাম সারওয়ার রঞ্জু, রাণীশৈংকল মোখলেছুর রহমান,পীরগঞ্জ রাজিউর রহমান রাজু।

নীলফামারী সদর জহিরুল আলম, জলঢাকা কবীর চৌধুরী। সৈয়দপুর আমজাদ হোসেন। রংপুর হারাগাছা-কাউনিয়া নাইম হোসেন ফারুক, বদরগঞ্জ কমল লোহানী। কুড়িগ্রাম সদর আবু বকর , উলিপুর হায়দার আলী, নাগেশ্বরী আবুল কাশেম সরকার।

গাইবান্ধা সদর ওয়াহিদুজ্জামান খান টিটু, গোবিন্দগঞ্জ ফারুক আহমেদ, সুন্দরগঞ্জ ফখরুল ইসলাম মিলু। দিনাজপুর সদর জাহাঙ্গীর আলম, সেতাবগঞ্জ আসলাম, ফুলবাড়ি হাবিবুর রহমান, বিরামপুর আবুল কালাম আজাদ, হাকিমপুর সাখাওয়াত হোসেন শিল্পী, বীরগঞ্জ ধলু/সুভাস।

রাজশাহী ভবানীগঞ্জ-বাগমারা আব্দুর রাজ্জাক, তাহেরপুর-বাগমারা অ্যাডভোকেট আনোয়ার কবীর খান ঈসা, কাটাখালী-পরা মো: সিরাজুল  হক, গোদাগাড়ি আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাকনহাট-গোদাগাড়ি মো: ইসমাইল খান/ এইচডি মাস্টার, তানোর বিশ্বনাথ, মুন্ডুমালা তানোর শসি মোহাম্মদ, দুর্গাপুর বাবলু, অরনি, বাঘা নজরুল ইসলাম, চারঘাট প্রফেসর ইউনুস আলী তালুকদার।

চাঁপাইনবাবগঞ্জ সদর মাওলানা আব্দুল মতিন, শিবগঞ্জ শামীম কবীর হেলিম, রহনপুর-গোমস্তাপুর তারেক আহমেদ, নাচোল মো: মজিদুল হক।

নাটোর সদর আলহাজ্ব এমদাদুল হক এমদাদ, নলডাঙ্গা আব্বাস আলী নান্নু, সিংড়া শামীম আল রাজী শামীম, গুরুদাসপুর মশিউর রহমান বাবলু/আমজাদ হোসেন, গোপালপুর-লালপুর মোনায়েম হোসেন, বড়াইগ্রাম ইসহাক আলী/অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা।

জয়পুরহাট সদর ফজলুর রহমান, আক্কেলপুর কামরুজ্জামান কমল,কালাই আনিসুর রহমান তালুকদার,. পাচবিবি নুরুল ইসলাম বাবুল।

সিরাজগঞ্জ সদর অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, উল্লাপাড়া  বেলাল হোসেন, কাজীপুর আব্দুস সালাম, শাহজাদপুর নজরুল ইসলাম, রায়গঞ্জ নুর ছাইদ সরকার, বেলকুচি আব্দুর রাজ্জাক মন্ডল।

নওগা সদর নাজমুল হক সনি, নজিপুর পতœীতলা আনোয়ার হোসেন,। বগুড়া সদর অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান,  শেরপুর স্বাধীন কুমার কুন্ডু, সান্তাহার তোফাজ্জল হোসেন ভুট্টো, শিবগঞ্জ মতিউর রহমান মতিন, সারিয়াকান্দি আব্দুল ওয়ারেস, ধুনট আলীমুদ্দীন হারুন, নন্দিগ্রাম সুশান্ত কুমার সান্টু, কাহালু আব্দুল মান্নান, গাবতলী মোর্শেদ মিল্টন।

পাবনা সদর কামরুল হাসান মিন্টু, ভাঙ্গুরা অ্যাডভোকেট মজিবর রহমান, ফরিদপুর বাবলু, সুজানগর কামরুল হুদা কামাল বিশ্বাস, ঈশ্বরদী মুস্তাফিজুর রহমান বাবলু, চাটমোহর এ মান্নান মাস্টার, সাথিয়া হাজী সিদ্দিকুর রহমান সিদ্দিক

বরিশাল বিভাগ:
ভোলা সদর গোলাম নবী আলমগীর, লালমোহন এনায়েত কবীর মনির হোসেন, দৌলতখান মাসুদুর রহমান, চরফ্যাশন আমিনুল ইসলাম, বোরহানুদ্দীন সাইদুর রহমান মিলন।

পটুয়াখালী সদর মুশতাক আহমেদ পিনু, খেপুপাড়া হাজী হুমায়ন শিকদার। ঝালকাঠির নণছিটি মজিবর রহমান। পিরোজপুর মঠবাড়িয়া হুমায়ন কবীর, নেছারাবাদ(স্বরুপকাঠি) ফরিদ উদ্দীন আহমেদ ও মনিরুজ্জামান খোকন(স্থানীয় নেতারা সিদ্ধান্ত দেবেন)।

বরিশাল মুলাদি হারুন খান, বানারীপাড়া প্রফেসর মাহবুব মাস্টার, বাকেরগঞ্জ নাসির জমাদার, গৌরনদী নুরআলম হাওলাদার, মেহেন্দীগঞ্জ সাহাবুদ্দীন হিমু। বরগুনা সদর অ্যাডভোকেট নুরুল আমিন, পাথরঘাটা সাহাবুদ্দীন সাকু, বেতাগী শাহজাহান কবীর, আমতলী তুহিন মৃধা।

উল্লেখ্য, দেশে মোট ৩১০টি পৌরসভার ৪১ টি পৌরসভার মেয়াদ এখনও শেষ হয়নি। ৭টি পৌর এলাকার আগ থেকেই মামলা রয়েছে। বাকী  ২৬২টি পৌরসভার তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এর পরে আরো তিনটি  এলাকায় মামলা হওয়ার কারনে তিনটি পৌরসভার নির্বাচন স্থগিত হয়ে যায়।   দেশে এখন ২৫৯টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় ০১২০ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।