ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

রাজশাহী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলে মেডিকেল কলেজের শহীদ শাহ মইনুল আহসান পিংকু হোস্টেলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথাকাটি হয়।

এর জের ধরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সম্পদ রায়ের নেতৃত্বে ১০/১৫ জন যুবক পিংকু হোস্টেলে ছাত্রলীগ কর্মী তারেক হাসান ও তার সমর্থকদের ওপর হামলা চালায়।

এ সময় তারেক হাসান ও তার সমর্থকরা সম্পদ রায়ের গ্রুপকে ধাওয়া করলে তারা হোস্টেল ছেড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।