ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন

ঢাকা: হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।



বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় সূত্র এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায় দলের  চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়  থেকে মনোনয়নের বিষয়টি দুই প্রার্থীকেই শনিবার সন্ধ্যায় টেলিফোনে জানানো হয়েছে।

আগামী ২ জানুয়ারি ওই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৭ জানুয়ারি  সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে রবিউল আলম উবায়েদুল মুকতাদির চৌধুরী এবং হবিগঞ্জ-১ আসনে মুশফিক হোসেন চৌধুরীকে মনোনয়ন  দেয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁঞাকে ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবুকে হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন দেন।

গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের বিএনপির সাংসদ দেওয়ান ফরিদ গাজী এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দু’টি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।