ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানিকগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ: আহত ১৫

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শনিবার দুপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া ছাত্রদল-বিএনপি-র বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টায় ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আনন্দ মিছিল বের করার পর পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা ছাত্রদল ও বিএনপি-র কয়েক হাজার নেতাকর্মী জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি আনন্দ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষপ করে।

এ সময় পুলিশের সাথে ছাত্রদল-বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রায় ১ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ছাত্রদল-বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ৩টি পিকআপ ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রদল-বিএনপির ১৫ কর্মী আহত হয়।
পরে আইনজীবী সমিতি মিলনায়তনে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি-র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভেকেট আব্দুল হামিদ ডাবলু।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য তানিম ইকবাল রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, আতাউর রহমান আতা, এস এ জিন্নাহ কবীর, অ্যাডভোকেট আজাদ হোসেন খান প্রমুখ।

এবিষয়ে জেলা বিএনপি নেতা জামিলুর রশীদ জানান, ‘আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। তাই, নেতা-কর্মীরা বিুব্ধ হয়ে ওঠে। ’
ঘটনা প্রসঙ্গে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু তাহের মিয়া বাংলানিউজকে জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি। পুলিশের ওপর নেতাকর্মীরা চড়াও হওয়ার কারণে তাদের লাঠিচার্জ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।