ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গুলিভর্তি অস্ত্রসহ রাবির দুই ছাত্রলীগকর্মী আটক

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীকে অস্ত্রসহ পবা থানা হাইওয়ে পুলিশ নগরীর বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করেছে।

তারা হচ্ছেন রাবি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আসাদুজ্জামান ও সেলিম রেজা ।

পুঠিয়া থানা সূত্র জানায়, পবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে আসাদুজ্জামান ও সেলিম রেজাকে মোটরসাইকেলসহ রাস্তায় থামায়। এসময় আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানান, এ ঘটনায় পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদি হয়ে শুক্রবার রাতেই গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
তিনি জানান,  পরে তাদের আদালতে পাঠানোর কথা।    

বাংলাদশে সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।