ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চৌধুরী আলমের কিছু হলে সরকার দায়ী থাকবে: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
চৌধুরী আলমের কিছু হলে সরকার দায়ী থাকবে: বিএনপি

ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার ও বিএনপি নেতা চৌধুরী আলমকে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বলেন, তার (চৌধুরী আলম) কিছু হলে এর দায় সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।



নিরাপত্তা বাহিনীর হাতে ‘অপহৃত’ চৌধুরী আলমের বিষয়ে সরকারের নীরবতার প্রতিবাদ ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গণে এক সমাবেশে একথা বলা হয়। মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, ‘এ সরকার ব্যর্থ। তারা দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখতে হবে। শমসের মবিন চৌধুরীসহ আমাদের নেতাদের নামে করা মামলা হাস্যকর। মির্জা আব্বাসের বাসায় র‌্যাব-পুলিশের এবং এ্যানীর ওপরে ছাত্রলীগের হামলা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ। ’

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই খুন-গুম-নির্যাতন শুরু করে অভিযোগ করে তিনি বলেন, ‘তাদের স্বভাব বদলায়নি।   শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। ’

দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা দল নেত্রী শিরীন সুলতানা, চৌধুরী আলমের ছোট ভাই খোরশেদ আলম মিন্টু  প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সরকার সংবিধান  ও মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তারা সর্বক্ষেত্রেই দলীয়করণ করছে। মৌলিক অধিকার অক্ষুণ্ন রাখতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করতে হবে। ’

সরকারের আচরণে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘তারা বাকশাল কায়েমের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন। ’

ড. মঈন খান বলেন, ‘চৌধুরী আলমকে জনসম্মুখে হাজির করা না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। ’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের অধীনে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। ’

আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম মামলা হবে চৌধুরী আলমের। ওই মামলার প্রধান আসামি হবেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীও রেহাই পাবেন না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।