ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট

স্পেশাল করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, অক্টোবর ১০, ২০১৩
ইসির নিবন্ধন পেল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট

ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো চল্লিশটিতে।



বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব মেসবাহ উদ্দিন আহমদ দলটির পরিচালনা বোর্ড প্রধান আবু লায়েছ মো. মুন্নার হাতে নিবন্ধনের সনদ তুলে দেন।

এ সময় দলটির প্রধান নির্বাহী আমিনুর রহমান, জাতীয় সমন্বয়কারী আজিবুন নাহার ঝুমা, স্টিয়ারিং কমিটির প্রধান আজহারুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ইসির কাছ থেকে ‘ছড়ি’ প্রতীক বরাদ্দ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
আরএম/এসই/আরআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।