ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘ছাত্রলীগ টেন্ডরাবাজি চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
‘ছাত্রলীগ টেন্ডরাবাজি চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়’

ঢাকা: ‘ছাত্রলীগ টেন্ডারবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়’--এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ সাত বছর পড়ে পড়ে মার খেয়েছে’। তিনি ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে মারামারি না করে বরং প্রতিপক্ষকে ঘায়েল করারও পরামর্শ দেন।

সংগঠনের সভাপতি মিজু আহমেদের সভাপতিত্বে ‘যুদ্ধাপরাধীদের অতি দ্রুত বিচার ও জাতীয় উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আবদুল হক সবুজ, এম এ করিম প্রমুখ।

অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী গণমাধ্যম ও ব্যারিস্টার রফিক-উল হকের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘মিডিয়ার মালিকরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলেন না। ’

এছাড়া ক্যামেরাম্যানদের টাকা না দিলে টেলিভিশনে তাদের নিউজ দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। ’

ব্যারিস্টার রফিক-উল হক প্রসঙ্গে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘তিনি আইনজীবী নন, বরং ব্যবসায়ী হিসেবেই খ্যাত। তিনি আওয়ামী লীগ, বিএনপি সবার কাছ থেকে সুবিধা নেন। যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের সহায়তা দিতেও কুণ্ঠাবোধ করেন না। ’

যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘এ দেশে হয় তারা থাকবে, নয় আমরা। আমরা থাকলে ওরা থাকতে পারবে না। ওরা থাকলে আমরা। ’

এছাড়া বিএনপি ও আওয়ামী লীগ সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করে বস্ত্রমন্ত্রী বলেন, ‘আগে বিএনপি কর্মীরা গ্রেপ্তার হলে পুলিশকে বিরিয়ানির প্যাকেট দিয়ে ছাড়া পেত। এখন আওয়ামী লীগকর্মীরা গ্রেপ্তার হলে টুকু সাহেবের সহযোগিতা চায়। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।