bangla news

মুজিব আদর্শ বিরোধীদের দেশ ছাড়তে বললেন সাজেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-২৮ ১০:২০:৩৬ এএম

মুজিব আদর্শের বিরোধীদের দেশ ছাড়তে বললেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী। তার ভাষায়, ‘যে মানুষটা আমাদের পতাকা দিয়েছে, সংবিধান দিয়েছে তার সঙ্গে যারা একমত না তাদের এদেশে থাকার দরকার নেই।’

ঢাকা: মুজিব আদর্শের বিরোধীদের দেশ ছাড়তে বললেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী।

তার ভাষায়, ‘যে মানুষটা আমাদের পতাকা দিয়েছে, সংবিধান দিয়েছে তার সঙ্গে যারা একমত না তাদের এদেশে থাকার দরকার নেই।’

মঙ্গলবার সন্ধ্যায় বিয়াম অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় সাজেদা চৌধুরী একথা বলেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৪৯ শতাংশ ভোট পেয়েছিল। অন্যদিকে প্রধান বিরোধীদল বিএনপির ভোট ৩৩ দশমিক ২ শতাংশ। ওই নির্বাচনে প্রায় ৬ কোটি ৯২ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

সাজেদা চৌধুরী বলেন, ‘এই মহান নেতার আদর্শের সাথে মিল না হওয়াটা দুর্ভাগ্য। যাদের মিল না হবে না তাদের এদেশে থাকতে দেওয়া যায় না। যেখানে তাদের মত মিলবে, সেখানে তাদের চলে যাওয়া উচিৎ।’

বিজয় দিবস ও ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

সংসদ উপনেতা চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আপনাদের উপর দেশের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করছে। খেয়াল রাখবেন যাতে কোনো রোগী বিনা চিকিৎসায় মারা না যায়।’

এসময় তিনি সব চিকিৎসকদের প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘জাতির জনকের মেয়ে একটা ভাঙ্গাচোরা দেশকে গড়ে তুলছেন। এসময় আমাদের সবাইকে এক থাকতে হবে। কোনো বিষয় নিয়ে যেন আমাদের মাঝে দলাদলি বা ভুল বোঝাবুঝি না হয়।’

স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, ‘সরকার এদেশের স্বাস্থ্য খাতকে গড়ে তোলার জন্য ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া, প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ সব ধরনের ব্যবস্থা করছে। নেত্রীর প্রচেষ্টাকে সফল করতে আপনাদের প্রতি আমার অনুরোধ এক থেকে কাজ করে যাওয়া।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: বদিউজ্জামান ভূইয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-28 10:20:36