ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চৌধুরী আলমের খোঁজ চেয়ে বিএনপির বিক্ষোভ শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ৯, ২০১০

ঢাকা: ঢাকা সিটি করপোরেশনের ও দলের নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আলমের সন্ধান দেওয়ার দাবিতে শনিবার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

কর্মসূচিপ্রস্তুতি সমাবেশে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমাবেশে সরকারের এই উদাসীন আচরণের কড়া প্রতিবাদ জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।



শুক্রবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।

শনিবার বিকেল চারটায় রাজধানীর মুক্তাঙ্গনে ওই বিক্ষোভ সমাবেশ করা হবে।

নজরুল ইসলাম খান বলেন, ‘শনিবারের বিক্ষোভ সমাবেশে আমাদের এমন প্রতিবাদ করতে হবে যেন সরকার চৌধুরী আলম কোথায় আছেন তা জানাতে বাধ্য হয়। ’

সরকার এ কর্মসূচিতেও বাধা দিতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সভায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৫ জুন রাতে চৌধুরী আলম নিখোঁজ হন। তার পরিবারের সদস্যরা দাবি করে আসছেন- সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চৌধুরী আলমকে তুলে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।