ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের মেয়াদ আরও ৬ মাস বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের মেয়াদ আরও ৬ মাস বাড়লো

ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতের আমীর  মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হলে দলের নায়েবে আমীর মকবুল আহমাদকে ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত আমীর নিয়োগ করা হয়।

২৮ ডিসেম্বর সে মেয়াদ শেষ হচ্ছে।

সোমবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমীরে জামায়াত মতিউর রহামন নিজামী এখনো মুক্ত না হওয়ায় ও ২৮ ডিসেম্বর-২০১০ ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের দায়িত্ব পালনের মেয়াদকাল ৬ মাস পূর্ণ হবে বিধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৫ ধারার ৬ উপধারা অনুযায়ী কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে ভারপ্রাপ্ত আমীরের মেয়াদকাল আরো ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।