ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়ার মাজারে জাসাসের শ্রদ্ধা

শাহরিয়ার কবিরের বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
শাহরিয়ার কবিরের বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খোন্দকার দেলোয়ার হোসেন ভাষা আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, স্বাধীনতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। ১/১১ এর সময় তার সংগ্রামী ভূমিকা জাতি কখনোই ভুলবে না।

শাহরিয়ার কবির তার সম্পর্কে যা বলেছেন তা বিবেক থেকেই প্রত্যাহার করে নেওয়া উচিত। ’

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতি সংস্থার (জাসাস) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসাস নেতারা সোমবার সকাল ১১ টায় জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

এসময় সাধারণ সম্পাদক মনির খান ছাড়াও মাজহারুল আনোয়ার, বাবুল আহমেদ, নায়ক আশরাফ উদ্দিন খান উজ্জলসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে নব্য রাজাকার আখ্যায়িত করে শাহরিয়ার কবিরের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘শাহরিয়ার চিন্তা চেতনা থেকে অনেক কথাই বলতে পারেন। খোন্দকার দোলোয়ার একজন প্রবীণ, অভিজ্ঞ  ও প্রগতিশীল রাজনীতিক। ’

তিনি বলেন, ‘দেলোয়ার সাহেব, অন্যায়, অত্যাচার, নিপীড়ণ, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে ছাত্র জীবন থেকেই নিরন্তর সংগ্রাম করেছেন। তার সম্পর্কে এমন বক্তব্য শাহরিয়ার কবির  প্রত্যাহার করবেন বলে আশা করছি। ’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফকরুল ইসলাম বলেন, ‘আমাদের সংগ্রাম চলছে। আমরা আন্দোলনের মধ্যে আছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের এ আন্দোলন চলবে। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।