ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটগতভাবে পৌর নির্বাচন করলে তা বেআইনি হবে- মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
মহাজোটগতভাবে পৌর নির্বাচন করলে তা বেআইনি হবে- মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মহাজোটগতভাবে পৌর নির্বাচন করলে তা অন্যায় ও বেআইনি হবে।

বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে দলের স্থানীয় বিএনপি নেতারা সিদ্ধান্ত দেবেন ও দায়িত্ব নেবেন।



রোববার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই বিএনপি নেতা।

‘নির্বাচন নিরপেক্ষ হবে কিনা’-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন অতীতের কর্মকান্ড ভুলে সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পন্ন করবেন এমনটিই আমরা আশা করি। নির্বাচন নিরপেক্ষ হলে বিরোধী দলের অবশ্যই জয় হবে। আশা করছি সরকার জোর জবরদস্তি করে কারো জয় ছিনিয়ে নেবে না।

হবিগঞ্জ-১ ও ব্রাক্ষনবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এখনো বিএনপি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। তবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আশা করছি অংশ নেবো। ’

মধ্যবর্তী নির্বাচন সর্ম্পকে তিনি বলেন, ‘সরকার যেভাবে ফ্যাসিবাদী আচরণ ও স্বৈরাচারী মনোভাব চালাচ্ছে তাতে জনগণ মধ্যবর্তী নির্বাচন চায়। সরকারের উচিত এখনি পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া। ’

সরকার পতনের আন্দোলন সর্ম্পকে তিনি বলেন,‘সরকারের মারমুখী আচরণের বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলছে। চলবে। ’

সম্প্রতি আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ‘টুঙ্গীপাড়ায় গিয়ে ক্ষমা চেয়ে বিএনপিকে দেশের জন্য কাজ করা উচিত’ এমন একটি উক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,‘তার কথা বলার আর্ট আছে। ’

তিনি বলেন, ‘যত সমস্যা আছে সব সরকারকেই সমাধান করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।