ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে জাপার প্রার্থী মনোনীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে জাপার প্রার্থী মনোনীত

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁঞাকে ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবুকে হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন।


 
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনিল শুভরায় স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের তৃণমূল নেতাদের সুপারিশক্রমে পার্টির সংসদীয় বোর্ড তাদের নাম প্রস্তাব করলে জাতীয় পার্টির চেয়ারম্যান তা অনুমোদন করেছেন। ’

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চু ও হবিগঞ্জ-১ আসনের একই দলের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজি মারা গেলে এই আসন দু’টি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad